ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

বারবিকিউ ফ্লেম্স রেস্টুরেন্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ৬, ২০১৪
বারবিকিউ ফ্লেম্স রেস্টুরেন্ট

ঢাকায় যারা এতদিন মুখরোচক কাবাবের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর এনেছে বারবিকিউ ফ্লেম্স রেস্টুরেন্ট। নতুন এ রেস্টুরেন্টের প্রতিটি আয়োজনে রয়েছে ভিন্নতা।



আর এই ভিন্নতা ও নতুন খাবারের সন্ধান দিতেই সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঢাকার গুলশান-১ এ যাত্রা শুরু করল বারবিকিউ ফ্লেম্স রেস্টুরেন্টে।

ঘরোয়া এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টটির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এখানে ৫০ রকমেরও বেশি কাবাব খাওয়ার আয়োজনের পাশাপাশি রয়েছে লাইভ বারবিকিউ খাওয়ার সুযোগ।

এছাড়া, বারবিকিউ ফ্লেম্সে বিশ্বমানের কিচেনের দায়িত্বে রয়েছে পেশোয়ার থেকে আগত তিনজন মাস্টার শেফ। তারাই কাবাব থেকে শুরু করে অন্যান্য খাবারের বিষয় দেখভাল করছেন। আর মনোমুগদ্ধকর অন্দর সজ্জা ও মাল্টি কুইজিং দৃষ্টি কাড়বে আগত সব দর্শনার্থীদের।

প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বারবিকিউ ফ্লেম্স রেস্টুরেন্ট খোলা থাকে। ফোন: ০১৭৩০৩১৬৯৩৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।