ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ক্যাটস আই-এ থিমেটিক সামার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, মার্চ ১৮, ২০১৪
ক্যাটস আই-এ থিমেটিক সামার

শীত তো বিদায় নিয়েছে, বসন্তও যাই যাই করছে প্রকৃতিতে গ্রীষ্মের আগাম উপস্থিতিতে। ফ্যাশনেও এখনই প্রাধান্য পাচ্ছে গরমের পোশাক।


আজকাল তাই কাট- প্যাটার্নের সাথে পাতলা কাপড়ের যুগলবন্দি বেশ চলছে।

এসময়ে লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে ক্ল্যাসিক কালার এবং অ্যাসিমেট্রিক কাট এনেছে ভিন্নতা। ফ্লোরাল প্রিন্ট, জিগজ্যাক বা জিওমেট্রিক মোটিফের বটম এবং উজ্জ্বল কন্ট্রাস্টের টপস থাকছে তরুণীদের হট সিলেকশনে।

ক্যাটস আই-এর সামারের আউটফিটগুলো পাশ্চাত্য লুকে আপনাকে প্রকাশ করার জন্য হতে পারে সহজ সমাধান। পুরুষদের ক্যাজুয়াল বা ফরমাল আউটফিটের পাশাপাশি এখানে রয়েছে কালারফুল থিমেটিক সামার কালেকশন।

পোশাকগুলো পাবেন ক্যাটস আই এর বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শোরুমে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।