ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

পোশাকে অহঙ্কারের একুশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পোশাকে অহঙ্কারের একুশ

একুশে ফেব্রুয়ারি আমাদের অহঙ্কার। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি তাই এই মাসটিকে সচেতনভাবে মাথায় রেখেই তৈরি করে থাকে এ সময়ের উপযোগী পোশাক।

নতুন করে পথচলার সূচনায় রঙ বাংলাদেশও পোশাকে উদযাপন করছে ফেব্রুয়ারি। এবার বিষয় রাখা হয়েছে বর্ণমালা- এক সূতায় গাঁথা।

undefined


এই কালেকশনটি সাজানো হয়েছে পুরোপুরি সুতি কাপড়ে। সাদা আর কালো রং দিয়েই ডিজাইনাররা ক্রেতার পছন্দকে ছোঁয়ার চেষ্টা করেছেন।

স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এম্ব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক আর মিক্স মিডিয়ায় ব্যবহার করে প্রতিটি পোশাককে আকর্ষণীয় করে তুলেছেন তারা।  

রঙ এখন রঙ বাংলাদেশ। এরইমধ্যে বিষয়টি আপনারা জেনে গেছেন। ফলে সেই ধারা রঙ বাংলাদেশও অব্যাহত রেখেছে।

এবারের কালেকশনে রয়েছে: শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কমিজ-দোপাট্টা, সিঙ্গেল ওড়না, বাচ্চাদের পোশাক ও কাপল ড্রেস।

মেয়েদের পোশাক ৫০০-২৫০০ টাকা, পুরুষ পোশাক ৮০০-২০০০ টাকা, বাচ্চাদের পোশাক ৩০০-১২০০ টাকা।

যোগাযোগ: +৮৮০১৭৭৭৭৪৪৩৪৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।