ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

লাইফস্টাইল

নতুন যা আছে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫১, জানুয়ারি ১, ২০১৮
নতুন যা আছে! নতুন যা আছে!

দেখে নিন নতুন বছরে নতুন কী সংগ্রহ নিয়ে সেজেছে আমাদের ফ্যাশন হাউসগুলো। 

টেক্স স্টাইল
তারুণ্যের ফ্যাশন হাউস টেক্স স্টাইল এরই মধ্যে নিয়ে এসেছে তাদের শীতের সম্ভার।  নতুন বছরে বৈচিত্র্যময় ডিজাইনের এসব শীত সংগ্রহের সবই এক্সপোর্ট কোয়ালিটি এবং শতভাগ কটন কাপড়ের তৈরি।

 

টেক্স স্টাইলের ফুলস্লিভ টি শার্টগুলোর রং ও ওয়েস্টার্ন ডিজাইন ফ্যাশনে এনে দেবে ভিন্নমাত্রা।  

ব্র্যান্ড কিউ-এ

নতুন বছরকে বরণ করতে সব বয়সীদের ট্রেন্ডি সব শীতের পোশাকে সেজেছে লাইফস্টাইল ও ফ্যাশন জোন ব্র্যান্ড কিউ। ব্র্যান্ড কিউ-তে ছেলেদের জন্য রয়েছে জ্যাকেট, ফুলস্লিভ টি শার্ট, হুডি, ব্লেজার, স্যুট, প্রিন্স কোট, শেরওয়ানী, পাঞ্জাবি ও পারফিউম, বডি স্প্রের বিশাল কালেকশন।  

আর মেয়েদের জন্য শাল-জ্যাকেট ছাড়াও রয়েছে শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, কুর্তি, জিন্স, টপস, ওড়না-ব্যাগ-জুতা।  


জেন্টল পার্ক সারপ্রাইজ মূল্যছাড়

নতুন বছরের আনন্দ সবার সাথে ভাগ করে দিতেই তারুণ্য নির্ভর লাইফস্টাইল স্টোর জেন্টল পার্ক দিচ্ছে সারপ্রাইজ মূলছাড়। এই অফারে থাকছে ২৫ শতাংশ ছাড়ে ব্লেজার কেনার সুযোগ।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, নূরজাহান মার্কেট, যমুনা ফিউচার পার্ক, উত্তরা-ধানমন্ডির বিভিন্ন শপিংমলে ফ্যাশন হাউসগুলোর শাখা রয়েছে। কাছাকাছি লোকেশন থেকে দেখে নিতে পারেন নতুন কালেকশনগুলো।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।