ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

শিশুকে বুকের দুধ পান করালে মায়েদের ডায়াবেটিস ঝুঁকি কমে

শাহীন আফরোজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ১৬, ২০১০
শিশুকে বুকের দুধ পান করালে মায়েদের ডায়াবেটিস ঝুঁকি কমে

মাতৃদুগ্ধ পান করানো যে শিশুর জন্য উপকারী এ কথা অধিকাংশ নতুন মা-ই জানেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এটি মায়েদের জন্যও উপকারী।



গবেষকরা ৪০ থেকে ৭৮ বছর বয়সী ২,২৩৩ জন নারীর মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন, যারা তাদের শিশুদের জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ পান করান তাদের অর্ধেক সংখ্যক যারা শিশুদের  মাতৃদুগ্ধ পান করান না তাদের চেয়ে ৩০ বছর পর টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হন।

গবেষকরা আরও বলেছেন, শিশুদের মাতৃদুগ্ধ পান করালে গর্ভকালীন যন্ত্রণা উপশমের মাধ্যমে প্রসূতি মায়েদের ডায়াবেটিসের ঝুঁকি কমে।

গবেষণার প্রধান লেখক ড. ইলেনর শোর্জ বলেছেন, ‘স্তন্যদানের সময়কে আমাদের গর্ভকালীন অভিজ্ঞতার একটি অংশ হিসেবে বিবেচনা করা উচিত। ’

বাংলাদেশ সময় ১৪০০, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।