ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

ফারিয়া’স মিররে ১০ লক্ষাধিক অনুসারী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ফারিয়া’স মিররে ১০ লক্ষাধিক অনুসারী ...

ঢাকা: ডিজিটাল লাইফস্টাইল প্লাটফর্ম ফারিয়া’স মিররে দশ লক্ষাধিক ফলোয়ার যুক্ত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের ঘোষণা দেন লাইফস্টাইল ব্লগার নাসরিন আক্তার ফারিয়া।

লাইফস্টাইল জগতের পরিচিত মুখ ফারিয়ার আয়োজনে যোগ দেন দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তারকারা।

ফেইসবুকে নিয়মিতভাবে দেশী বিদেশী পণ্য ও সেবার ক্যাম্পেইন পরিচালনা করেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফ স্টাইল ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হবার অভিজ্ঞতা সম্পর্কে নাসরিন আক্তার ফারিয়া বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য অপার সুযোগ এনে দিয়েছে ডিজিটাল মিডিয়া। তিনি বলেন, আগামী দিনের ব্যবসায় হবে প্রযুক্তি নির্ভর। আমাদের উচিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ও জাতীয় পর্যায়ে উন্নয়নে অবদান রাখা।

ফারিয়া’স মিররের পাশাপাশি ‘ডিভাইন ডিভাস’ এবং ‘মেইকআপ ব্লসম বাই ফারিয়া’ নামে দু’টি গ্রুপ পরিচালনা করেন তিনি।

গত তিন বছরে শতাধিক দেশি বিদেশি পণ্যের ব্রান্ড প্রমোশনে কাজ করেছে ফারিয়ার প্লাটফর্মগুলো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।