ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

মালয়েশিয়া

কুয়ালালামপুরে জমজমাট রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মেলা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, সেপ্টেম্বর ২১, ২০১৪
কুয়ালালামপুরে জমজমাট রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মারদেকা স্কয়ার, কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলছে প্রবাসী বাংলাদেশিদের জন্যে রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার-২০১৪। দাতারান মারদেকা আন্ডারগ্রাউন্ড হলে আয়োজিত এ মেলা প্রথম দিনেই জমজমাট হয়ে ওঠেছে।



রোববার দুপুরে মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ান কোম্পানি ওয়াছান আল ইমান গ্রুপের চেয়ারম্যান জায়নুল আজিজি বিন মো. ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টর ড. সামছুল আনোয়ার বিন মো. হালিফ।

উদ্বোধনী বক্তব্যে মো. ইউসুফ বলেন, বাংলাদেশিদের জন্যে এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। আমরা চাই যৌথ উদ্যোগে ভাল ব্যবসা হোক। এক্ষেত্রে মালয়েশিয়ার ব্যাবসায়ীরাও সাহায্য করবেন।
IMG_1IMG_1

IMG_1IMG_1


রোববার সকাল থেকে মারদেকা স্কয়ারের আন্ডারগ্রাউন্ডে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ছুটির দিন হওয়াতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন এ মেলায়।
IMG_2IMG_2

IMG_2IMG_2


মেলায় পারটেক্স গ্রুপ, বিডি থাই ফুড, সানলাইফ ইন্সুরেন্স, বাহরাইন রেমিটেন্স কোং (বিএফসি), শাপলা সিটি লিমিটেড, ইউএই এক্সচেঞ্জ, প্লাসিড এক্সচেঞ্জ, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইনসুরেন্স, ওয়েস্টার্ন ই্উনিয়ন, একুশে হলিডেজসহ বেশকিছু প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।
IMG_3

IMG_3


শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, মালয়েশিয়ার নাগরিকরাও ঘুরতে আসছে মেলায়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
IMG_4

IMG_4


দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে গ্লোবাল এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সকাল ১০টা থেকে মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ