ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

মালয়েশিয়া

মালয়েশিয়ায় পপ গায়িকা মারিয়া কেরি

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, অক্টোবর ২২, ২০১৪
মালয়েশিয়ায় পপ গায়িকা মারিয়া কেরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী মারিয়া কেরি এখন মালয়েশিয়ায়।  
l_1_

l_1_


বুধবার (২২ অক্টোবর) রাতে কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে সংগীত পরিবেশন করবেন তিনি।



এর আগে ২০০৪ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠান করেছিলেন মারিয়া।

কনসার্টের আয়োজন করেছে দেশটির উল্লেখযোগ্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমমী।  

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, বিশ্বের নামি-দামি তারকাদের নিয়ে আমরা বিভিন্ন সময় কনসার্টের আয়োজন করে থাকি।

এবারও প্রবাসীদের চাওয়ার বিষয়টি মাথায় রেখে মারিয়া কেরিকে নির্বাচন করা হয়েছে।

এদিকে ইতোমধ্যে অনুষ্ঠানস্থলের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ