ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ২৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, ডিসেম্বর ২৫, ২০২৩
বাগেরহাটে ২৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপালে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিনচালিত নৌকায় অভিযান  চালিয়ে কাকে আটক করা হয়।

এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এছাড়া জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ