ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

থানা থেকে পালালেন মাদক মামলার আসামি মনোয়ারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, অক্টোবর ৩১, ২০২৪
থানা থেকে পালালেন মাদক মামলার আসামি মনোয়ারা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মনোয়ারা খাতুন (৩০) নামে মাদকমামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

পলাতক আসামি মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।  

জানা গেছে, বুধবার সকালে গোয়াল পাড়া থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা।

তাকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়। ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান মনোয়ারা। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

এ প্রসঙ্গে গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় হস্তান্তর করা আসামি পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে কীভাবে পালিয়ে গেলেন, সেটা পুলিশ ভালো বলতে পারবে। আমরা থানায় হস্তান্তর করেছি, পুরো দায়ভার এখন পুলিশের।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। সকাল ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময় ডিউটিরত অফিসার চা পান করতে গিয়েছিলেন। গেটে তখন কেউ ছিল না।

তিনি আরও জানান, আসামিকে গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। তার নামে থানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এর পাশাপাশি আমাদের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ