ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

এক-এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না: ইকবাল করিম ভূইয়া

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মে ২৩, ২০২৫
এক-এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না: ইকবাল করিম ভূইয়া

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া সতর্ক করে বলেছেন, অতীতের মতো আবারও যদি সেনাবাহিনীকে অতিরিক্ত-সংবিধানিক কর্মকাণ্ডে জড়ানো হয়, তাহলে দেশের ও সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে।

আজ শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ