ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশাল ক্যাডেট কলেজে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, ডিসেম্বর ৩০, ২০১৭
বরিশাল ক্যাডেট কলেজে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল ক্যাডেট কলেজের ৩৬তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী।

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শেরে বাংলা হাউস চ্যাম্পিয়ন ও শরিয়তউল্লাহ হাউস রানার্স আপ হয়েছে।  

এছাড়া বছরের সব প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শরিয়তউল্লাহ হাউস এবং উপ বিজয়ী হয় শেরে বাংলা হাউস।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ক্যাডেট কলেজের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্যাডেট ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গত ২৭ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান।  

তিনটি হাউসে (শহীদ সোহরওয়ার্দী, শেরে বাংলা, শরিয়তউল্লাহ) বিভক্ত প্রতিযোগী ক্যাডেটরা তিন দিনব্যাপী ৩৯টি ইভেন্টে অংশগ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ