ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, ডিসেম্বর ১৭, ২০১৮
জয়পুরহাটে অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে জলি খানম তিব্বত (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। জলি বেগম পাঁচবিবি উপজেলার কুসুমবা ইউনিয়নের ধূরইল চৌধুরীপাড়ার মৃত আফসার হোসেনের স্ত্রী।

 

জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) কাওসার আলী বাংলানিউজকে জানান, অটোরিকশায় চড়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার ভগ্নিপতিকে দেখতে আসছিলেন ওই নারী। পথে বাজলা স্কুল সংলগ্ন প্রধান সড়কে অসাবধানতায় চলন্ত অটোরিকাশাটির চাকায় তার গায়ের চাদরের একাংশ পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ