ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

মির্জাগঞ্জে যুবলীগ-শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ৭, ২০২৫
মির্জাগঞ্জে যুবলীগ-শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ 

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মির্জাগঞ্জ উপজেলায় একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের রমজান আলীর ছেলে লোটাস সিকদারকে (৪৮), একই উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (৪৯), পশ্চিম সুবিদখালী গ্রামের সামসু হাওলাদারের ছেলে রুবেলকে (৪০), মজিদবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামে মিরাজ মৃধা (২৫) ও দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের বাসিন্দা কাঞ্চু কবিরাজের ছেলে নুরুল হক।  

জানা গেছে, মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি লোটাসকে ভয়াং বাজারে চাঁদাবাজি ও মারামারির একটি মামলায় সুবিদখালী দারুস সুন্নাত মাদরাসার সামনের রোড থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়।  

মির্জাগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম ও তার সহযোগী রুবেলকে ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

অন্যদিকে উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ মিরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মিরাজ আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।  

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার এতথ্য নিশ্চিত জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Scratch over any ad to remove it