ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

‘বড়দিনে দেশে সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ডিসেম্বর ২৪, ২০২১
‘বড়দিনে দেশে সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয়’ জিএম কাদের। ফাইল ফটো

ঢাকা: প্রতিবছর সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় শুভ বড়দিনে।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, শুভ বড়দিন, খৃস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের শুভ জন্মদিন। পবিত্র এই দিনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খৃস্টধর্মের অনুসারী বিশ্বের সব মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা।  

যীশু খ্রিস্ট মানুষকে আহ্বান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, দ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যীশু জয় করেছেন মানুষের হৃদয়। তিনি সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যীশু খৃস্ট বলে তিনি বাণীতে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।