ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

চাটখিলে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, মে ৭, ২০২৫
চাটখিলে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় বসতঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (৬ মে) শেষ রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।    

পুলিশ ও স্থানীয়রা জানান, তাহেরা বেগম দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে তিনি তার কক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তাহেরা তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে  নিজের কক্ষে তাদের দেখে ফেলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তোলেন। ছেলে নিজের রুমের দরজা খুলে দেখেন, মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তারেক তার মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।