ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পদ্মার এক কাতলের দাম ৩৯ হাজার টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, জুন ২৬, ২০২৫
পদ্মার এক কাতলের দাম ৩৯ হাজার টাকা! পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ২১ কেজির কাতল মাছটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া অংশে পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি কাতল মাছ ধরা পড়েছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে রবিন হালদার।

সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।  

জানা যায়, জেলে রবিন তার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পান বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। পরে মাছটি ধরে বিক্রির জন্য তিনি দৌলতদিয়া বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকেন। সকালে মাছ বাজারে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি নিলামে উঠলে আমি ৩৮ হাজার ৮৮০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেওয়া হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বাড়তে থাকায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আসছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।