ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ৪, ২০২৫
শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠে (শান্তিনগর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হোসাইন (১১) পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকার আক্কাস মিয়ার ছেলে ও তার বোন জিন্নাত (৮)।

মৃতদের পরিবারের লোকজন জানান, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত।  

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরেও শাপলা ফুল সংগ্রহের কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দু'জনের লাশ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে স্থানীয় লোকজন তাদের লাশ ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।