ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাশকতা মামলায় নেত্রকোনা আ. লীগের সহসভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুলাই ৭, ২০২৫
নাশকতা মামলায় নেত্রকোনা আ. লীগের সহসভাপতি গ্রেপ্তার প্রশান্ত কুমার রায়

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাত/আটটি নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন নেত্রকোনা শহরে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে আরও ১০-১২ জন দলীয় নেতাকর্মী অংশ নেন। ওই ঘটনার পর থেকেই পুলিশ তার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল।

ওসি কাজী শাহনেওয়াজ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রশান্ত কুমার রায়ের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।  

সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।