ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

টানা বৃষ্টিতে মাগুরা শহরে জলাবদ্ধতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুলাই ৩১, ২০২৫
টানা বৃষ্টিতে মাগুরা শহরে জলাবদ্ধতা 

মাগুরা: টানা এক সপ্তাহ ধরে বৃষ্টিতে মাগুরা শহরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে জলাবদ্ধতার কারণে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় জলাবদ্ধতার এমন চিত্র। শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে পৌঁছাতে জুতা-মোজা ভেজাতে হচ্ছে।

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া বলে, ‘বৃষ্টি হলে আমাদের বিদ্যালয়ের গেটের সামনে পানি জমে যায়। তখন চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়’।  

একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মোনালিসা বলে, ‘আমাদের বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। তারা জলাবদ্ধতার কারণে স্কুলে আসতে পারছে না। অনেকের কোল্ড এলার্জিসহ ঠান্ডা জ্বর লেগেই থাকছে। ’

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকসহ পুরো চত্বর বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। প্রশাসনের কার্যালয়ের সেবা প্রত্যাশীরা এতে অসুবিধার মধ্যে রয়েছেন।  

জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভা কাজ শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাগুরা পৌরসভা কাজ করছে।  

শিল্প-সচিবকে এই বিষয়টি অবহিত করা হয়েছে। ইতিমধ্যে মাগুরার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প পাশের প্রক্রিয়ায় রয়েছে। এই কাজগুলো সমাধান হলে দ্রুতই মাগুরা শহরের জলাবদ্ধতা কমে আসবে।  

তিনি বলেন, অন্যান্য বছরে তুলনার এবার বৃষ্টির পরিমাণ একটু বেশি। সে কারণে মাগুরা শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।