ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে ১২২টি হারানো মোবাইল ও টাকা ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, আগস্ট ২৫, ২০২৫
মেহেরপুরে ১২২টি হারানো মোবাইল ও টাকা ফিরিয়ে দিল পুলিশ

মেহেরপুর: বিভিন্ন সময় মেহেরপুর জেলায় হারানো ও চুরি হওয়া ১২২টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দশ লাখ ১৮ হাজার তিনশ’ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।
 
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে উদ্ধার মোবাইল ও টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা সংক্রান্তে ভুক্তভোগীদের জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুন ও জুলাই মাসে অভিযান পরিচালনা করে। এসময় ১২২টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নয় লাখ ১৭ হাজার উদ্ধার করা হয়।

পাশাপাশি বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং এ ভুলক্রমে অন্য নম্বরে চলে যাওয়া এক লাখ এক হাজার তিনশ’ টাকা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে উদ্ধার করে পুলিশ।  

উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সদর থানার ৪১টি, গাংনী থানার ৬৪টি এবং মুজিবনগর থানার ১৭টি।  

ভুক্তভোগীরা জানান, অনেকেই মনে করতাম ফোন হারিয়ে গেলে বা টাকা ভুলক্রমে চলে গেলে আর পাওয়া যায় না বা ফেরৎ দেয় না। কিন্তু হারিয়ে যাওয়া ফোন পুলিশের মাধ্যমে ফেরৎ পেয়ে আমাদের ধারণা পাল্টে গেছে। হঠাৎ এসপি অফিস থেকে ফোন করে ডেকে পুলিশ মোবাইল ও টাকা আমাদের হাতে তুলে দিয়েছে।  

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর জেলায় মোবাইল হারানো জিডি হলে ভুক্তভোগীদের তদবীর বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা উদ্ধারে কাজ করেন।  

হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ও প্রতারণা বা ভুলক্রমে চলে যাওয়া টাকা ফিরে পাওয়া যায় না এমন ধারণা থেকে বের হয়ে এসে ভুক্তভোগীদের পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।  

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান (প্রশাসন ও অর্থ) আবদুল করিম (সদর সার্কেল) ডিবি পুলিশের ওসি গোপাল কুমারসহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।