অনেক বছর পর হলেও বিরোধ মিটিয়ে ফেলেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। এখন তারা আগের মতোই ঘনিষ্ঠ বন্ধু।
দুবাই হলো শাহরুখের কাছে দ্বিতীয় বাড়ি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজের হোটেলে বড়সড় পার্টির আয়োজন করেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। খবর মিড-ডের।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রণবীর সিং, জ্যাকুলিন ফার্নান্ডেজ, পরিণীতি চোপড়া, ইও ইও হানি সিং, পরিচালক সঞ্জয়লীলা বানসালি এবং ‘বজরঙ্গি ভাইজান’ সালমান। পার্টিতে দুই খান জম্পেশ আড্ডা দিয়েছেন, ফূর্তি করেছেন। সুবহে সাদিক পর্যন্ত আড্ডা জমিয়েছেন তারা। তাদের কাছে ঘেষার অনুমতি ছিলো না কারও।

undefined
এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির জন্য শাহরুখ ও সালমানের একসঙ্গে মহড়া করার বেশকিছু মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে অনলাইনে। শৈমাক দাভারের নৃত্য পরিচালনায় নিজেদের জনপ্রিয় গানের তালে নেচেছেন তারা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিএসকে/জেএইচ