ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

শীত নামছে আগরতলায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, ডিসেম্বর ৫, ২০১৬
শীত নামছে আগরতলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অগ্রহায়ন মাসের শেষ দিকে হিমেল হাওয়ায় ত্রিপুরা রাজ্যে শীত নামতে শুরু করেছে।

আগরতলা: অগ্রহায়ন মাসের শেষ দিকে হিমেল হাওয়ায় ত্রিপুরা রাজ্যে শীত নামতে শুরু করেছে।

 

সোমবার (০৫ ডিসেম্বর) সকালে কুয়াশার চাদরে মোড়া ছিলো রাজধানীর আগরতলাসহ আশপাশের এলাকা।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে রোববার (০৪ ডিসেম্বর) দিনগত রাতে তাপমাত্রা ছিলো নিম্নমুখী। রাতে স্থানীয় সময় ২টার দিকে তাপমাত্রা ছিলো ১৮ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৬টার দিকে তাপমাত্রা নেমে আসে ১৮ ডিগ্রিতে।

এছাড়াও দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

সকালে শীত অনুভূত হওয়ায় অনেককে গরম কাপড় গায়ে দিয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে। আবার অনেকেই বছরের প্রথম শীত উপভোগ করতে সকালে রাস্তায় বের হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।