ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আগরতলা

অনুমতি ছাড়া ফেসবুকের ছবি নেওয়ায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, অক্টোবর ৯, ২০১৭
অনুমতি ছাড়া ফেসবুকের ছবি নেওয়ায় মামলা

আগরতলা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এক নারীর অনুমতি না নিয়ে ছবি চুরি করায় ত্রিপুরার রাজধানী আগরতলায় দুই ব্যক্তির নামে মামলা হয়েছে।

ওই নারী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তার নাম অনিন্দিতা ভৌমিক।

অনিন্দিতা ভৌমিকের অভিযোগ, তার ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি চুরি করে ‘শতর্ক থাকুন ত্রিপুরাবাসী’ নামে একটি প্রোফাইলে ছবিটি পোস্ট করে ও ছবিটির নিচে কুরুচিকর মন্তব্য করে ও হুমকি দেওয়া হয়।

এ কাজ করার জন্য তিনি অভিজিৎ মিত্র ও সঞ্জিব দে নামে দুই ব্যক্তির বিরুদ্ধে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করেন বলে সোমবার (৯ অক্টোবর) বাংলানিউজকে জানান। মহিলা থানার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তাকে আশ্বস্ত করা হয়।

পুলিশ ভারতীয় দন্ডবিধির সাইবার ক্রাইম সংক্রান্ত ধারায় মামলা নিয়েছে। এ ঘটনায় তার সম্মানহানি ঘটেছে ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।