ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় আগুনে পুড়লো মুদি দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, নভেম্বর ৭, ২০১৭
ত্রিপুরায় আগুনে পুড়লো মুদি দোকান পোড়া মুদি দোকান-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের কল্যাণপুর থানার তোতাবাড়ি বাজারে আগুনে পুড়ে গেছে মুদি দোকান।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে আগুন লাগে।

জানা গেছে, এলাকাবাসী ভোরে দোকানে আগুন দেখতে পেয়ে কল্যাণপুর অগ্নিনির্বাপক অফিসে খবর দেন।

খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ রুপির ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানা পুলিশ।  

বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দোকান মালিক রঞ্জন সরকারকে সাহায্যের জন্য আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসসিএন/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।