ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

সাংবাদিক সুদীপের পরিবারকে আর্থিক সহায়তা দিলো সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, নভেম্বর ২৯, ২০১৭
সাংবাদিক সুদীপের পরিবারকে আর্থিক সহায়তা দিলো সরকার সাংবাদিক সুদীপের পরিবারের হাতে চেক তুলে দেয়া হচ্ছে

আগরতলা: টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে খুন হওয়া সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিলো ত্রিপুরা সরকার।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আগরতলার ইন্দ্রনগর এলাকার প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে এককালীন ১০ লাখ রুপির চেক তুলে দেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক তমাল মজুমদার, সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত, সদর মহকুমা শাসক সমিত রায়চৌধুরী প্রমুখ।

অতিরিক্ত জেলাশাসক তমাল মজুমদার মৃত সুদীপ দত্ত ভৌমিকের স্ত্রীর হাতে চেক তুলে দেন।

মৃতের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মা, ছেলে মেয়ে, দাদা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

গত ২১ নভেম্বর পশ্চিম জেলা আর কে নগর এলাকায় টিএসআর এর প্রধান কার্যালয়ে খুন হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।