ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় পালিত হচ্ছে শ্রমিক সংহতি দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মে ১, ২০১৯
ত্রিপুরায় পালিত হচ্ছে শ্রমিক সংহতি দিবস ত্রিপুরায় মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবসে র‌্যালিতে সিপিআই (এম) । ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হচ্ছে।

বুধবার (১ মে) দিবসটিতে রাজ্যের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন সিপিআই (এম) দলের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়া সিপিআই (এম) দলের রাজ্যের দলীয় কার্যালের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, সিপিআই (এম) দল সব সময় শ্রমিকদের স্বার্থের জন্য চিন্তা করে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে। আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে এ লড়াই অব্যাহত থাকবে।

এদিকে বিকেলে সিপিআই (এম) দলের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০১ মে, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।