ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আগরতলা

মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন সাবেক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ২১, ২০১৯
মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন সাবেক মন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সুদীপ রায় বর্মণ।

জানা যায়, রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সুদীপ রায় বর্মণের  স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তের জন্য রোগীর আত্মীয় মনির হোসেনের দেওয়া একটি পোস্ট দেখেন।  

স্ত্রীর কাছে বিষয়টি জেনে রাত ১২টায় প্রথমে তিনি আগরতলা মেডিকেল কলেজ হাসপাতলের ব্লাডব্যাংকে ছুটে যান রক্তের ব্যবস্থা করতে।

কিন্তু সেখানে ওই গ্রুপের রক্তস্বল্পতা থাকায় তিনি নিজেই রক্তদান করেন।  

রোগীর আত্মীয় মনির হোসেন সাবেক মন্ত্রীর উদারতার বিষয়টি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ঘটনাটি সবার কাছে প্রশংসিত হয়।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, সবারই উচিত মানুষের প্রয়োজনে এগিয়ে আসা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯।
এসসিএন/এবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।