ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আগরতলা

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে ত্রিপুরায় বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ডিসেম্বর ৬, ২০২১
ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে ত্রিপুরায় বৃষ্টি

আগরতলা, (ত্রিপুরা): ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব আগরতলাসহ ত্রিপুরা রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। রোববার (৫ ডিসেম্বর) রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সোমবারও (৬ ডিসেম্বর) এই বৃষ্টি জারি রয়েছে।

 বৃষ্টিপাতের পরিমাণ তীব্র না হলেও মাঝারি বেগে এবং লাগাতার ঝরছে। এর জেরে শীত উধাও হয়ে গেছে।

দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেন্টিগ্রেডের আশে-পাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ১শ শতাংশ রয়েছে।

বৃষ্টির ফলে জন-জীবনে ব্যাপক প্রভাব পড়ছে। বাজার-হাট খোলা থাকলেও জনসমাগম ততটা নেই। ছাতা অথবা রেইনকোর্ট সঙ্গে নিয়ে বাইরে বেরুতে হচ্ছে অফিসগামী ও সাধারণ মানুষকে।  

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও (৭ ডিসেম্বর) বৃষ্টি জারি থাকবে। শুক্রবার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।