ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সৌদি আরব

জেদ্দায় মার্কিন দূতাবাসের সামনে হামলায় নিহত ১, আহত ২

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, জুলাই ৪, ২০১৬
জেদ্দায় মার্কিন দূতাবাসের সামনে হামলায় নিহত ১, আহত ২

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র দূতাবাসের (কনস্যুলেট) সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে হামলাকারী নিহত এবং দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

সোমবার (৪ জুলাই) ভোরে ফালাস্তিনে, আল-আনদালৌস, আল-হামরা ও হেইল রোড বেষ্টিত কনস্যুলেটের সামনে এ হামলা চালানো হয়।  

হামলায় আহত দুই নিরাপত্তারক্ষীকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। তবে, তাদের সংবাদে হতাহতদের পরিচয় জানানো হয়নি।  

হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ