ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

টাঙ্গাইলে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, জুলাই ১৭, ২০২৩
টাঙ্গাইলে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইল: ‘সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সোমবার (১৭ জুলাই) সকালে এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয়আনি বাজার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসে কেক কাটা হয়।  

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বাজুসের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক চন্দন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান খান আসু, দপ্তর সম্পাদক খোকন কুমার দত্ত, ক্রীড়া সম্পাদক রতর কুমার চৌহান, সদস্য সুব্রত রায় বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।