ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চারদিন পর খালাস হলো টিসিবির ৯০ মেট্রিক টন পেঁয়াজ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, ডিসেম্বর ১১, ২০২৩
চারদিন পর খালাস হলো টিসিবির ৯০ মেট্রিক টন পেঁয়াজ 

বেনাপোল (যশোর):  বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯০ মেট্রিক টন পেঁয়াজ চার দিন পরে খালাস হয়েছে। দ্রুত খালাস না হওয়ায় নষ্ট হয়েছে অনেক পেঁয়াজ।

 

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেড থেকে পেঁয়াজ খালাস নিতে দেখা যায়।

এদিকে টিসিবির এ পেঁয়াজ বন্দর থেকে খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে কনফিডেন্স এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

কনফিডেন্স এন্টারপ্রাইজের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, গত ৭ ডিসেম্বর ভারতীয় তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। এসময় প্রযোজনীয় কাগজপত্র না থাকায় পেঁয়াজ খালস নেওয়া সম্ভব হয়নি। আজ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ায় বন্দর থেকে পেঁয়াজের চালানটি খালাস নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, গত ৭ ডিসেম্বর ভারত থেকে আমদানি করা টিসিবির ৯০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে পড়ে ছিল। আজ টিসিবি এ পেঁয়াজের চালানটি খালাস নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।