ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন মো. আরিফ হোসেন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। তিনি সাবেক মুখপাত্র হোসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন।



বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মুখপাত্র হিসাব নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেনকে সহযোগিতা করবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব পাবলিকেশন ও পাবলিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম। তারা আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মুখপাত্রের সাথেও তারা সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।  হোসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখাতে বদলি হওয়ার পর তার স্থলে আরিফ হোসেনকে এই নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।