ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঈদের ছুটিতে ৩ দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, মে ২৫, ২০২৫
ঈদের ছুটিতে ৩ দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন টানা ১০ দিন ছুটি থাকবে। এই সময় বন্ধ থাকবে ব্যাংকও।

তবে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিলের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় ৫, ১১ ও ১২ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।  

রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনা বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল এবং এসব শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ আগামী ৫ জুন সরকারি ছুটির দিন সীমিত পরিসরে খোলা থাকবে। এসব ব্যাংকের শাখাসমূহ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এতে আরও বলা হয়, একই সময় সূচিতে ঢাকা ও চট্টগ্রামের ওষুধ শিল্পসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান/গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য আগামী ১১ ও ১২ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।  

জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।