ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, জুন ৩০, ২০২৫
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা ফাইল ছবি

দেশে কার্যরত সব ব্যাংকের সব শাখায় সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ চলতি অর্থবছরের শেষ দিন। আগামীকাল (১ জুলাই) ব্যাংক বন্ধ। গত কয়েকদিন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি ও  কমপ্লিট শার্টডাউন কর্মসূচির কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছে। রোববার সন্ধ্যায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়। সোমবার থেকে রাজস্ব বোর্ড পুরোপুরি সচল হয়েছে।

তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে যেসব রাজস্ব জমাদান ব্যাহত হয়েছে, সেগুলো সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়ার যাবে।

সকালে আগারগাওঁয়ে নিজ কার্যালয়ে এনবিআরের চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গত কয়েকদিনের আন্দোলনে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছে। রাজস্ব আদায় হোঁচট খেয়েছে। আজকেও সময় আছে, আজকে তারা (কর্মকর্তারা) চেষ্টা করছেন। কর কর্মকর্তাদের পরিকল্পনার মধ্যে আছে কারা করদাতা, কারা বছরের শেষে কর দেবেন, এটা তারা জানেন। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা, তারা রাজস্ব জমা দেবেন।

তিনি বলেন, আমার ধারণা আজ ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো অ্যাডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। একটা নির্দিষ্ট অংশের গ্রোথ হবে। আমরা যেরকম আশা করেছিলাম হয়তো সেটার কাছাকাছি থাকবে।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।