ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, জানুয়ারি ২৩, ২০২৩
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে পানিতে ডুবে আমির হামজা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে শিশু আমির হামজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।