ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভুটানের লিগে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, সেপ্টেম্বর ৭, ২০২৫
ভুটানের লিগে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন

দেশে সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

একের পর এক গোল করে ভুটান নারী লিগের প্রথমার্ধ শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি।

 

চলতি মৌসুমে ভুটানের পারো এফসির হয়ে ৯ ম্যাচে করেছেন ২৬ গোল। এর মধ্যে রয়েছে একাধিক হ্যাটট্রিকও। শুধু ক্লাবের সেরা গোলদাতা নন, লিগের সামগ্রিক তালিকাতেও এখন পর্যন্ত তার সমকক্ষ কেউ নেই।

পারো এফসির জার্সিতে সাবিনার পরেই আছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া, তার গোল সংখ্যা ২১। এরপর আছেন ঋতুপর্ণা চাকমা (১৫) ও মনিকা চাকমা (১১)। এই চার বাংলাদেশি ফুটবলার মিলে করেছেন মোট ৭৩ গোল। পারোর হয়ে অন্য কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

লিগে পারোর হয়ে খেলছেন মোট সাতজন বাংলাদেশি ফুটবলার—সাবিনা, ঋতুপর্ণা, মনিকা, সুমাইয়া, শিউলি আজিম, সাবেক জাতীয় দলের ফুটবলার লিপি আক্তার এবং নিলুফা ইয়াসমিন নীলা।

থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি) হয়ে খেলছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী। যদিও আফঈদা খন্দকার চুক্তিবদ্ধ হয়েছিলেন কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য।

মোট ১৮ জন বাংলাদেশি নারী ফুটবলার এবার ভুটান নারী লিগে অংশ নিচ্ছেন। গোলের পরিসংখ্যানই বলে দিচ্ছে, প্রায় প্রতিটি ম্যাচেই তারা প্রভাব বিস্তার করছেন। বিশেষ করে সাবিনা খাতুনের গোল-ঝড় ভুটানি লিগে বাংলাদেশের আধিপত্যকে আরও দৃঢ় করে তুলেছে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।