ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, মে ১৬, ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত পুলিশি অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে মঙ্গলবার (১৬ মে) ভোর পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে আছেন নিয়মিত মামলার চারজন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় পাঁচজন ও সিআর মামলায় তিনজন।

পুলিশ সুপার (এসপি) মো. রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই গ্রেপ্তার অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের আজ (মঙ্গলবার) সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।