ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নতুন মাটি সরিয়ে দেখা গেল শিশুর হাত!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, সেপ্টেম্বর ৬, ২০২৩
নতুন মাটি সরিয়ে দেখা গেল শিশুর হাত!

কুমিল্লা: বরুড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর মাদরাসা ছাত্র মো. ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে খলিরের দেহ মেলে।

নিহতের বাবার নাম মো. মাসুদ, তিনি দুবাই প্রবাসী। স্থানীয় পাঠান পাড়া আল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল খলিল।

জানা গেছে, গত সোমবার মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় খলিল। তার মা জেসমিন আক্তার বিষয়টি নিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর আগে থেকেই খলিলকে ফিরে পেতে এলাকায় ও বাইরে মাইকিং করা হয়।

বুধবার সকালে এগারো গ্রামের নিজের পরিত্যক্ত বাড়ির ভেতর নতুন মাটি দেখতে পান সেটির মালিক মকবুল হোসেন। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। তারাও মকবুলের বাড়িতে নতুন মাটি দেখে সরাতে শুরু করেন। এক পর্যায়ে একটি শিশুর হাত বেরিয়ে আসে। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়। তিনি খবর দিলে পুলিশ এসে খলিলের মরদেহ উদ্ধার করে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।