ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আ. লীগ-বিএনপির সমাবেশের স্থানের বিষয়ে দ্রুতই জানানো হবে: ডিবি প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, অক্টোবর ২৭, ২০২৩
আ. লীগ-বিএনপির সমাবেশের স্থানের বিষয়ে দ্রুতই জানানো হবে: ডিবি প্রধান

ঢাকা: আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশের অনুমতি পাবে। স্থানের বিষয়টিও খুব দ্রুতই তাদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

শুক্রবার (২৭ অক্টোবর)  বিকেলে রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ডিবি প্রধান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমার ধারণা তারা অনুমতি পাবে। তবে স্থানের বিষয়ে এখনই বলা যাচ্ছে না, স্থানের বিষয়টি খুব দ্রুতই তাদের জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।