ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

৪ গরু চুরি, চোরের জরিমানা ১ লাখ ৩৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, ডিসেম্বর ২৩, ২০২৩
৪ গরু চুরি, চোরের জরিমানা ১ লাখ ৩৫ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪টি গরু চুরির অভিযোগে গ্রাম্য সালিশে বসিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর খাসেরকান্দী গ্রামের মৃত করিম বেপারীর ছেলে বাবুল ও মুল্লুকসাদী গ্রামের আ. রহমানের ছেলে মাইনউদ্দিনকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে জামিনে ছাড়া পেয়ে ২০ ডিসেম্বর তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে সন্দেহ করে একই গ্রামের মোবারকের বাড়ি ভাঙচুর করে। পরে আবারও রাতে মোবারকের ৪টি গরু চুরি করে নিয়ে যায়।

পরে স্থানীয় ইউপি সদস্য বাবুলের পক্ষ থেকে শুক্রবার রাতে খাসেরকান্দী মাদরাসা মাঠে ইউপি সদস্য বাতু মিয়ার নেতৃত্বে বিচার সালিশ বসে। দীর্ঘক্ষণ সালিশ চলার পর রাত ১২টায় বাবুলকে দোষী প্রমাণ করে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করে।

ইউপি সদস্য বাতু মিয়া বলেন, আমি বিচার করেনি। সানা হাজি বিচার করেছে। শুনেছি ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা হয়েছে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিষয়টি জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।