ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাংবাদিক সৌমিন খেলন আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, এপ্রিল ৫, ২০২৪
সাংবাদিক সৌমিন খেলন আর নেই  সৌমিন খেলন

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের বনুয়াপাড়া গ্রামের বাসিন্দা মেধাবী সাংবাদিক ও কবি সৌমিন খেলন আর নেই।  

শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি ব্রেইন স্ট্রোক করে মমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।  

জানা গেছে, সৌমিন খেলন বাংলানিউজটোয়েন্টিফোর.কম নেত্রকোনা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।  

সর্বশেষ জাতীয় দৈনিক ভোরের পাতা, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ থেকে প্রকাশিত স্বদেশ সংবাদে কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।