ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাংনীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, মে ২৫, ২০২৪
গাংনীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু হিট স্ট্রোকে প্রাণ হারানো সিরাজ মণ্ডলের বাড়িতে আহাজারি

মেহেরপুর: জেলার গাংনীতে হিট স্ট্রোকে সিরাজ মণ্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো সিরাজ ওই গ্রামে বাসিন্দা। তিনি কৃষক ছিলেন।  

স্থানীয়রা জানান, সিরাজ শ্রমিকদের সঙ্গে নিজের জমির ধান মাড়াইয়ের কাজ করছিলেন। প্রচণ্ড গরমে কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

গত দুদিন থেকে মেহেরপুর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ এবং প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।  

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আর গতকাল শুক্রবার (২৪ মে) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।