ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গুলশান লেকে ভাসছিল যুবকের লাশ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, জুলাই ৩, ২০২৪
গুলশান লেকে ভাসছিল যুবকের লাশ 

ঢাকা: রাজধানী গুলশান পুলিশ প্লাজার পাশে গুলশান লেকে ভাসছিল অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকালের দিকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মাজহারুল ইসলাম।

তিনি জানান, সকালের দিকে সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার পাশে গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরে তেমন কোনো আঘাত ছিল না। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।