ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ডেঙ্গু: সাতক্ষীরায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ২০, ২০২৪
ডেঙ্গু: সাতক্ষীরায় যুবকের মৃত্যু সাইদুল ইসলাম

সাতক্ষীরা: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরায় সাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সাইদুল সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের শহর আলীর ছেলে।  

জানা গেছে, সাইদুলের শরীরে জ্বর নিয়ে গত ১৮ নভেম্বর বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতালটির মেডিকেল বিশেষজ্ঞ ডা. মানষ কুমার মণ্ডল এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এই প্রথম কারও মৃত্যু হলো। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু উপর্সগ নিয়ে ৫৩ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সাতজন ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।