ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ডিসেম্বরের মধ্যেই সব থানায়  জাতীয় নাগরিক কমিটি ঘোষণার প্রস্তুতি

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, ডিসেম্বর ২, ২০২৪
ডিসেম্বরের মধ্যেই সব থানায়  জাতীয় নাগরিক কমিটি ঘোষণার প্রস্তুতি

ডিসেম্বরের মধ্যেই দেশের সকল থানায় কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। সোমবার কমিটির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও দেশের জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) নাগরিক কমিটির কার্যালয়ে সাধারণ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে। চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নাগরিক কমিটি প্রাথমিকভাবে সকল থানা পর্যায়ে কমিটি ঘোষণা করে তৃণমূলকে শক্তিশালী করছে। পরে জেলা কমিটি দেওয়া কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।