ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাভারের দুগ্ধ খামারে মিলল শ্রমিকের মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জানুয়ারি ২২, ২০২৫
সাভারের দুগ্ধ খামারে মিলল শ্রমিকের মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার সাভারে সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতর থেকে এক শ্রমিককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে সড়কের পাশের নির্জন স্থান থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহফুজুর রহমান রাজু (৪৩) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব চৈতা গ্রামের আতাহার উদ্দিন শিকদারের ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে এক সপ্তাহ ধরে কাজ করে আসছিলেন।

নিহতের ভাই মো. মিজান বাংলানিউজকে বলেন, ডেইরি ফার্মের ভেতরে পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন মাহফুজুর রহমান রাজু। কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি কাজ শেষে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, ডেইরি ফার্মের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।