ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, ফেব্রুয়ারি ২, ২০২৫
ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ  ফাইল ছবি

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পদ্মা ও যমুনা নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  

রোববার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে আরিচা ও পাটুরিয়া দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদী পুরোটাই কুয়াশায় ঢেকে যায়। ফেরির দিক-নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একইভাবে যমুনা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ