ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বগুড়ায় দুই শিশু ধর্ষণ: অভিযুক্ত নুরু গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, মার্চ ১৭, ২০২৫
বগুড়ায় দুই শিশু ধর্ষণ: অভিযুক্ত নুরু গ্রেপ্তার

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নুরুকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনমজুর নুরুল ইসলাম নুরু বগুড়া কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা।  

গত বুধবার (১২ মার্চ) শিশু দুটি খেলছিল। এসময় কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন নুরু। পরদিন বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত নুরু।  

শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুর নামে মামলা করা হয়৷ শিশু দুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় আসামি নুরুকে আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।